জানরে
তুই
এমন
করে
আমায়
মারিস
না
শিল্পী
এফ এ সুমনের গাওয়া বহুল পরিচিত একটি গান। যে গান হৃদয় স্পর্শ করেছে বাংলার কোটি কোটি
দর্শক শ্রোতার। প্রত্যেক জনপ্রিয় শিল্পীর এমন কিছু গান থাকে, যার জন্য তিনি স্থান করে
নেন শ্রোতাদের অন্তরে। ‘জানরে তুই’
তেমনই একটি গান, যে গানটি সৃষ্টি হয়েছে চিরকালের জন্য! এমন মন্তব্য করেছেন অনেকেই।
গানটির লিরিক্স, সুর,সঙ্গীত ও গায়কী এতই শ্রুতিমধুর ও আকর্ষণীয় যে বারবার শুনেও মনের
আকুলতার কিছুটা কমতি হয় না। এর পরে আরও যুক্ত হয়েছে বা পরিপূর্ণতা প্রদান করেছে এই
গানের মিউজিক ভিডিওটি। যেটি এখন পর্যন্ত ৫ (পাঁচ) কোটিরও অধিক ভিউ হয়েছে। আর প্রশংসা
কুড়িয়েছে সর্বক্ষেত্র থেকে।
জানরে
তুই গানটি লিখেছেন এসময়ের জনপ্রিয়
গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ। সোহাগ ওয়াজিউল্লাহ শিল্পী এফ এ সুমনকে তার জীবনের সেরা
উপহারটি দিয়েছেন। অর্থাৎ তার জন্য লিখেছেন বেশকিছু জনপ্রিয় তথা কালজয়ী গান। এফ এ সুমনের
কণ্ঠে যতগুলো গান জনপ্রিয়তা অর্জন করেছে, তার অধিকাংশ গানই সোহাগ ওয়াজিউল্লাহর লেখা।
‘যাদুরে যাদুরে’ ‘ঘুম পাড়ানি বন্ধু’ ‘পাগলী রে’ ‘মন মুনিয়া কান্দে’ ‘ভিতর কান্দে সখি’
ইত্যাদি উল্লেখযোগ্য।
![]() |
| শিল্পী এফ এ সুমন (ডানে) ও অভিনেত্রী জারা |
এই গানটির সুর সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।গানটি ‘ইতি তোমার প্রিয়’ নামক এ্যালবামে প্রথম প্রকাশিত হয়। এফ এ সুমনের জনপ্রিয় এ্যালবামের মধ্যে এটি অন্যতম। আর গানটির জন্য চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করেছে খুলনার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘জিএম মাল্টিভিশন’। মিউজিক ভিডিওটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে লিটন ও জারা। আরও অভিনয় করেছেন রবি,হারুন ও সাদ্দামসহ অনেকে। সমগ্র মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন জিএম মাল্টিভিশনের কর্ণধর এম এ সোবহান।
![]() |
| গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ |
![]() |
| এম এ সোবহান (DOP, Editor & Director) |
![]() |
| অভিনেত্রী সানিয়া জামান জারা |
![]() |
| জারা ও লিটন |
![]() |
| শিল্পী কেশব দে |
একটি মহৎ সৃষ্টিকর্ম বাঁচিয়ে রাখে হাজার জনকে। ‘জানরে তুই’ গানটিও যেন তেমনি একটি নিদর্শন!
আপনি
এই লিঙ্কে ক্লিক করে গানটির মিউজিক ভিডিও দেখতে পারেন।
আপনি
গানটির পূর্ণাঙ্গ লিরিখ এখান থেকে সংগ্রহ করতে পারেনঃ
জান
রে এমন করে আমায় মারিস না,
জান
রে তুই এত নিঠুর হতে পারিসনা ।
টেনে
নিয়ে বুকের মাঝে,
ফেলে
দিসনা মাটির কাছে
তুই
ছাড়া আছে কে আমার
বেদনার
তীর ছুঁড়ে,
যাসনা
এই হৃদয় খুঁড়ে
বুকে
চেপে ব্যথারও পাহাড়।
ভাব
দরিয়ার অথৈ জলে,
ঝাঁপ
দিয়েছি তুই আছিস বলে
আমি
জানরে সাঁতার জানিনা
এখন
আমি স্রোতের টানে,
চেয়ে
আছি তোর মুখের পানে
জলে
ফেলে হাতটা ছাড়িসনা।
মন
জমিনের রাত-বি-রাতে,
পথ
চলেছি তোর মনের সাথে
আমি
জানরে দিক যে চিনিনা।
এখন
আমি মরুর বুকে,
যাসনা
চলে তুই আমায় রেখে
বুকে
টেনে কি নিতে পারিসনা।
টেনে
নিয়ে বুকের মাঝে,
ফেলে
দিসনা মাটির কাছে
তুই
ছাড়া কে আছে আমার
বেদনার
তীর ছুঁড়ে
জাসনা
রে এ হৃদয় খুড়ে
বুকে
চেপে ব্যথার পাহাড়।





