Monday, March 14, 2022

আমার দেহের মরন হলে | এফ এ সুমনের নতুন গান

প্রিয় শিল্পীর একটি গান শোনার জন্য লক্ষ কোটি শ্রোতা প্রতীক্ষায় থাকে, যার গানের ভিডিও দেখার জন্য গভীর আগ্রহে বসে থাকে গভীর প্রত্যাশা নিয়ে। কারণ একজন শিল্পী জায়গা করে নেয় শ্রোতাদের অন্তরে। এফ এ সুমন তেমনই একজন শিল্পী, যার গানের অপেক্ষায় থাকে কোটি কোটি দর্শক শ্রোতা। সেই দর্শক শ্রোতাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১০ই মার্চ প্রকাশিত হল বাংলাদেশের এসময়ের জনপ্রিয় শিল্পী এফ এ সুমনের নতুন বাংলা গান “আমার দেহের মরন হলে”। শিল্পী এফ এ সুমনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশ করা হয়েছে। ইউটিউব চ্যানেলে শিরোনাম ছিল- “আমার দেহের মরন হলে | Amar Deher Moron Hole | F A Sumon | Bangla Sad Song 2022 | F A Sumon Official” গানটি শুরুতেই জনপ্রিয়টা অর্জন করেছে।

“আমার দেহের মরন হলে” গানটি লিখেছেন গীতিকার সায়েদ রহমান।গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। পূর্বেও এফ এ সুমন নিজের গান ছাড়াও বহু গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন। মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছে খুলনার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান “জিএম মাল্টিভিশন”। জিএম মাল্টিভিশন , এফ এ সুমনের গানে এই প্রথম মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেনি। পূর্বেরও বেশকিছু জনপ্রিয় মিউজিক্যাল ফিল্ম বা মিউজিক ভিডিও নির্মাণ করেছে, যার মধ্যে ‘জান রে তুই’ ‘পাগলি রে’ ‘পরান যায় রে যায়’ ‘যাযাবর’ ইত্যাদি উল্লেখযোগ্য এবং জনপ্রিয়। শুধুমাত্র শিল্পী ও প্রোডাকশন হাউজ নয়, অনেক মডেল বা অভিনয় শিল্পীও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং নিচ্ছে প্রতিনিয়ত।জায়গার ক্ষেত্র শুধু ছোটপর্দা নয়,বড়পর্দায় স্থান করে নিয়েছে অনেকে।  

“আমার দেহের মরন হলে” শিল্পী এফ এ সুমন

মিউজিক্যাল ফিল্মেটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাকিব সুলতান ও পল্লবী পলি। রাকিব সুলতান আগে থেকেই একজন জনপ্রিয় অভিনেতা। আর জিএম মাল্টিভিশনে পল্লবী পলির এটি প্রথম কাজ নয়। জিএম মাল্টিভিশনে আরও অনেক কাজ করেছেন তিনি। তিনি এখন খুলনার উদীয়মান মডেলদের মধ্যে অন্যতম।পল্লবী পলি সম্পর্কে জিএম মাল্টিভিশনের কর্ণধর এম এ সোবহান বলেন, “তার কাজে আমি ধারাবাহিক উন্নতি লক্ষ্য করছি।তার এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সে শুধু মডেল হিসেবে নয় একজন যোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরতে পারবে।আমার দোয়া তার পাশে থাকবে সবসময়।”

রাকিব সুলতান ও পল্লবী পলি

মিউজিক্যাল ফিল্মেটিতে আরও অভিনয় করেছেন সাইফ হাসান, আবির সিএম এবং প্রিন্স। সাইফ হাসান একজন প্রযোজক হওয়ার সত্ত্বেও শখের বশে অভিনয়ও করে থাকেন। তিনি সাধারণত বিপরীত চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তবে তিনি বাস্তব জীবনে হাস্যোজ্জ্বল, মিষ্টিভাষী এবং আনন্দপ্রিয় বন্ধুসুলভ একজন সৌখিন মানুষ। মিডিয়াকে তিনি ভালোবাসেন মনের অন্তরস্থল থেকে। তাই তার শত কাজের মাঝেও মিডিয়ায় সময় দেন, অর্থের যোগান দেন, পাশে থেকে সাহস যোগান, অনুপ্রেরণা দেন সকল কলাকুশলীদের।

সাইফ হাসান (প্রযোজক)

মিউজিক্যাল ফিল্মেটির কাহিনী লিখেছেন জাহাঙ্গীর আলম। মেকআপ আর্টিস্ট ছিলেন রোজ। দৃশ্যধারণ করেছেন লিঠু।সমগ্র দৃশ্যধারণ পরিচালনা ও সম্পাদনা করেছেন এম এ সোবহান এবং পরিচালনা করেছেন এরফান শাহ্‌ বাবু। এরফান শাহ্‌ বাবু খুলনার একজন জনপ্রিয় অভিনেতা ও  পরিচালক। আর এম এ সোবহান সম্পর্কে লেখার কিছু বাকি থাকে না, যদি জিএম মাল্টিভিশন লেখা হয়।তেমনি জিএম মাল্টিভিশন ও এফ এ সুমনের গান, একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক যেমন জীবন আর সঙ্গীত একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত।একটিকে বাদ দিয়ে তাই অন্যটির কথা ভাবা যায় না।   

এরফান শাহ্‌ বাবু (বামে) এবং এম এ সোবহান (ডানে)

আপনি এখানে ক্লিক করে “আমার দেহের মরন হলেমিউজিক্যাল ফিল্মেটি দেখতে পারেন। ভাল লাগলে লাইক করুন।কমেন্ট করে আপনার স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন। কারণ মেকারদের সকল প্রয়াস দর্শকদেরকে ঘিরে। 

“আমার দেহের মরন হলেগানটি কণ্ঠশিল্পী এফ এ সুমনের গাওয়া ভিন্নমাত্রার একটি বিরহের গান। যে সুরের গান বাংলাদেশের আপামর জনতা খুব পছন্দের সাথে গ্রহণ করেছেন। এই গানটিও নিয়েও সকল কলাকুশলীদের তেমনটিই ভাবনা।

ভাল কাজ দেখুন, সঙ্গে থাকুন সবসময়। আর লেখাটি ভাল লাগলে, আপনার কোন উপকারে আসলে অবশ্যই  কমেন্ট করবেন আশাকরি। ধন্যবাদ সকলকে।

 

5 comments: